Posts

Showing posts from February, 2018

কাল ৩ ফেব্রুয়ারি ঢাকায় তিন নারী সংগঠনের সংবাদ সম্মেলন

Image
কাল ৩ ফেব্রুয়ারি ঢাকায় তিন নারী সংগঠনের সংবাদ সম্মেলন  সিএইচটি নিউজ ডটকম, শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০১৮, আপডেট: ৪:৪৪ অপরাহ্ণ  মন্তব্য করুন  26 বার পড়া হয়েছে ঢাকা : রাঙ্গামাটির বিলাইছড়িতে সেনা জওয়ান কর্তৃক দুই কিশোরী ধর্ষণের মেডিক্যাল টেস্ট রিপোর্ট প্রদানে গড়িমসি ও ঘটনা ধামাচাপা দেয়ার লক্ষ্যে সেনা ও প্রশাসনের হুমকিমূলক তৎপরতার প্রতিবাদে ঢাকায় সকাল ১১টায় ফটো জার্নালিস্ট এসোশিয়েসন হলরুমে তিন নারী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল ও হিল উইমেন্স ফেডারেশন এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে।২৮ জানুয়ারি তিন নারী সংগঠনের আট সদস্যের একটি প্রতিনিধি দল অনুসন্ধানী সফরে রাঙ্গামাটি যায়। পরের দিন ২৯ জানুয়ারি ধর্ষিতাদের কাছ থেকে প্রকৃত তথ্য জানতে জেলা সদর হাসপাতালে যায়। সেখানে দ্বিতীয় তলায় নারী ও শিশু ওয়ার্ডে পুরুষ পুলিশের প্রহরাধীন অবস্থায় ধর্ষিতা দুই বোনকে দেখতে পেয়ে খুবই বিস্মিত ও ক্ষুব্ধ হয় এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট আপত্তি জানায়। প্রতিনিধি দলটি জেলা প্রশাসক, পুুলিশের এডিশনাল এসপি, ওসি, চাকমা সার্কেলের রাণী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাত করে ঘটনা ঘটনা সম্...

হাসপাতালে চিকিৎসা নিতে এবং চিকিৎসার পর হাসপাতালে ত্যাগ করতে সেনাবাহিনী ও পুলিশের কাছথেকে বুঝি অনুমতি/ছাড়পত্র নিতে হয়

Image
সব কিছুর ঘটনা বিদ্যুতের মতো সব জাগায় পৌঁছে, তবে রাঙ্গামাটি বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ মার্মা বোনের খবর কেন বাংলাদেশের সভ্য জাতির কাছে পৌঁছাচ্ছে না। রোহিঙ্গাদের ক্ষেত্রেতো ব্যাঙ/উইপোকার মতো সব জায়গায় লাফানো হয়েছে। এখন কেন দোষী সেনাবাহিনীদের শাস্তি দিতে সবাই শামুখের মতো চুপ করে আসে। এই বুঝি বাংলাদেশের মানুষের মানবতা। ঐরা আবার রোহিঙ্গাদের জন্য মানবতার ভাব দেখায়, অথচ নিজের বোনকে ধর্ষণ করতে কোনো দ্বিধাবোধ করে না। যে কোনো জাতির বোন ধর্ষিত হলে সবাইতো এগিয়ে আসা উচিত তাই না এবং দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেয়াও প্রকৃত মানবতা তাই না । তবে কেন চুপ সবাই । সেনাবাহিনীরা জোর করে দুই নিরীহ মার্মা বোনদের হাসপাতাল থেকে যেতে দিচ্ছে না । যেখানে সেনাবাহিনীরা দোষীদের ধরে শাস্তি দেবে বরং সেনাবাহিনীরাই সাহায্যে এগিয়ে আসা মানুষদের সেনাবাহিনীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং ডা.শহীদ ,ডা.হেমা বড়ুয়াকেসহ ৬ সদস্যকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সেনাবাহিনীরা এবং পুলিশরা। এই ঘটনাগুলো পড়লে বুঝতে পারবেন কেমন ক্ষমতার অপব্যহার, কেমন জঘন্য নির্যাতন করা হচ্ছে পাহাড়িদের সাথে। এক জন মানুষ নিজের ইচ্ছাই হাস...

The army is not accepting the incident of torture even after raping the Marma 2 sister of the hill.

Image
I read this article and asked myself what I was doing and what should I do? For a little time / greed, why I am burning innocent innocent people.  I am making a big mistake, I am awakening my honest and generous mind by asking myself this way. If you see me, I will be happy to sleep, I can sleep well. Now people are afraid, Showing love does not last long, only momentary. Love has survived immortality over the ages. Everyone respects good people, that is, they do not abuse. Blame the bad people in front of them and also slay them from the back. If they follow them, it will seem like they have conquered heaven. If there is any weakness on people, there are many false stories to suppress those weaknesses. His burning evidence is that Ranjami Hospital is keeping a strict vigil on the Rangamati hospital as the rape of two sisters of Bailhechari hills in Rangamati by the army. It is to be burnt to death by humanity. Everything has a limit. Whatever the things / objects / people, befo...

The army is torturing the Chakmas of Bangladesh by violating human rights

Image
You who have done a lot of work on human rights in Dhaka, who work in newspaper newspapers Television, who teach them about the rule of democracy law, wrote articles, students who are young political activists, who are cultural activists - will you please see  something in Rangamati Being? As we know, two girls have been tortured a few days ago in Bilaichari Farua Union. The girl is in Rangamati hospital. One of the two daughters is adult, she is a victim of rape. And her younger sister is a victim of sexual harassment. The complaint is that rapists are a member of Bangladesh Army. Women in Rangamati saw the picture of the accused in the procession by the name of the accused. This allegation will prove to be true to the truth. If he is found guilty, he will be punished. This is normal. Everyone is asking this - the trial is just as fair. It is not an unjust claim. The girl wants to leave the hospital. If the doctors feel better, they can leave the hospital if they allow. Wh...

মানবাধিকার লঙ্গন

Image
আপনারা যারা ঢাকায় মানবাধিকার ইত্যাদি নিয়ে নানাপ্রকার কাজ করেন , যারা খবরের কাগজ টেলিভিশন এসবে কাজ করেন , যারা গণতন্ত্র আইনের শাসন এইসব নিয়ে পড়াশুনা করেন , প্রবন্ধ লেখেন , যারা ছাত্র যুবক রাজনৈতিক কর্মী আছেন , যারা সংস্কৃতি কর্মী আছেন - আপনারা কি মেহেরবানী করে একটু দেখবেন রাঙ্গামাটিতে কি হচ্ছে ? আমরা যতটুকু জেনেছি , বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কয়েকদিন আগে দুইটা মেয়ের উপর অত্যাচার হয়েছে । মেয়ে দুইটা রাঙ্গামাটি হাসপাতালে আছে । দুই মেয়ের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক , সে ধর্ষণের শিকার । আর ওর ছোট বোনটি যৌন হয়রানীর শিকার । অভিযোগ হচ্ছে ধর্ষক বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য । রাঙ্গামাটিতে অভিযুক্তের নাম   ধরে বিচার চেয়ে নারীরা মিছিল করেছে তার ছবি দেখেছি । এই অভিযোগটি সত্যি কি মিথ্যা সেটা বিচারে প্রমাণ হবে । বিচারে যদি সে দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে । এইটাই স্বাভাবিক । সকলেই এইটাই চাচ্ছেন - বিচারটা যেন ঠিকঠাকমতো হয় । এটা তো অন্যায় কোন দাবী না আরকি । ...