মানবাধিকার লঙ্গন

আপনারা যারা ঢাকায় মানবাধিকার ইত্যাদি নিয়ে নানাপ্রকার কাজ করেন, যারা খবরের কাগজ টেলিভিশন এসবে কাজ করেন, যারা গণতন্ত্র আইনের শাসন এইসব নিয়ে পড়াশুনা করেন, প্রবন্ধ লেখেন, যারা ছাত্র যুবক রাজনৈতিক কর্মী আছেন, যারা সংস্কৃতি কর্মী আছেন- আপনারা কি মেহেরবানী করে একটু দেখবেন রাঙ্গামাটিতে কি হচ্ছে? আমরা যতটুকু জেনেছি, বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কয়েকদিন আগে দুইটা মেয়ের উপর অত্যাচার হয়েছে মেয়ে দুইটা রাঙ্গামাটি হাসপাতালে আছে দুই মেয়ের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক, সে ধর্ষণের শিকার আর ওর ছোট বোনটি যৌন হয়রানীর শিকার অভিযোগ হচ্ছে ধর্ষক বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য রাঙ্গামাটিতে অভিযুক্তের নাম 


ধরে বিচার চেয়ে নারীরা মিছিল করেছে তার ছবি দেখেছি এই অভিযোগটি সত্যি কি মিথ্যা সেটা বিচারে প্রমাণ হবে বিচারে যদি সে দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে এইটাই স্বাভাবিক সকলেই এইটাই চাচ্ছেন- বিচারটা যেন ঠিকঠাকমতো হয় এটা তো অন্যায় কোন দাবী না আরকি মেয়েদুটি এর মধ্যে হাসপাতাল থেকে চলে যেতে চাচ্ছে সুস্থ বোধ করলে ডাক্তার যদি অনুমতি দেয়, ওরা হাসপাতাল থেকে চলে যেতেই পারে কোথায় যাবে? এটা তো সাধারণত কোন প্রশ্ন হতে পারে না ওরা ওদের যেখানে খুশী সেখানে চলে যাবে তদন্তের জন্যে যদি ওদের সাথে কথা বলতে হয়, পুলিশ ওদের বাড়িঘর চেনে, যেখানে ওরা যেতে চায় সেই জায়গার ঠিকানাও রাখতে পারে পুলিশ কিন্তু ওরা কোথায় যাবে কার কাছে যাবে, কোথায় থাকবে সে তো ওরা নিজেরাই সিদ্ধান্ত নিবে, নাকি? এইখানেই হয়েছে সমস্যা কি এক বিচিত্র কারণে রাঙ্গামাটির পুলিশ মেয়ে দুটিকে ছাড়ছে না ওরা মেয়ে দুটিকে আটকে রেখেছে হাসপাতালে চাকমা সার্কেলের রানী আর কিছু ভলান্টিয়ার মেয়ে দুটির দেখাশুনা করছিল গতকাল পুলিশের এক কর্মকর্তা ভলান্টিয়ারদের হাসপাতাল থেকে তাড়িয়ে দিয়েছে শুনেছি ওদের একজনকে মারধোরও করেছে রানী ছিলেন, রানীর সাথেও বিশেষ ভালো আচরণ করেনি () আমাদের দেশে এক পিস সংবিধান আছে, আইন কানুন আছে সেগুলিকে তো আপনারা একটা তামাশা বানিয়েছেন আরকি ভব একটা চটী লিখেছিল মনে আছে- আইন একটি ইয়ে, জায়গামতো শিথিল বেজায়গায় খাড়া কম দুঃখে কি কবি এই কথাটা লিখেছে? আপনারা তো পদে পদে আইনকে এমনভাবে ব্যাবহার করছেন যে আমাদের শুধু সেই কথাখানিই ঠিক মনে হয় সংবিধানে ফ্রিডম অব মুভমেন্ট নামে একটা মৌলিক অধিকার আছে যার মুল কথা আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে আমি বাংলাদেশের যেখানে খুশী সেখানে যখন খুশী তখন যেতে পারবো আইনের যুক্তিসঙ্গত বাধানিষেধ মানে কি? দুইরকম বাধা হতে পারে, একরকম হচ্ছে যেখানে যেতে চাচ্ছেন সেই জায়গাটায় আপনার প্রবেশ নিষিদ্ধ থাকতে পারে আরেকটা হচ্ছে একজন ব্যক্তিকে পুলিশ প্রয়োজনে গ্রেফতার করতে পারে তো এখন যে ওরা মেয়ে দুটিকে হাসপাতালে আটকে রেখেছে, এটা কি? এটা হচ্ছে বেআইনি গ্রেফতার বা ইলিগ্যাল ডিটেনশন কেন? কারণ পুলিশ কোন রকম কোন আইনি অজুহাত ছাড়া স্রেফ গায়ের জোরে ওদেরকে আটকে রেখেছে এটা পুলিশ পারে না এটা অবৈধ মনে রাখবেন, পুলিশ যদি আপনাকে আটকাতে চায় তাইলে পুলিশের একটা আইনসংগত অজুহাত লাগবে আইনসংগত অজুহাতটা কি? একটা তো হতে পারে ওয়ারান্ট নিয়ে আপনাকে গ্রেফতার করতে পারে পুলিশ আরেকটা হচ্ছে ওয়ারান্ট ছাড়াও নানাপ্রকার পরিস্থিতিতে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে কিন্তু গ্রেফতার করার একটা প্রক্রিয়া আছে আপনাকে আটক করার পর নরধারিত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে ইত্যাদি যতটুকু জানি পুলিশ মেয়েদুটিকে গ্রেফতার করেনি তাইলে? তাইলে ওরা যেখানে খুশী সেখানে যেতে চাইলে ওদেরকে পুলিশ বাধা দিচ্ছে কোন অধিকারবলে? নেহায়েত গায়ের জোর ছাড়া এটা আর কি? আর ভিক্টিমকে কেন আটকাবেন? কেন? গ্রেফতার করতে হয় অভিযুক্তকে ভিক্টিমকে কেন আটকে রাখবেন না, পুলিশ কোন কোন সময় মানুষকে নিরাপত্তা হেফাজতেও নিতে পারে বটে কিন্তু মেয়েদেরকে পুলিশের নিরাপত্তা হেফাজতে রাখবেন? মাথা খারাপ আপনার? কোন ম্যাজিস্ট্রেট সে আদেশ দিয়েছেন? নাকি দিবেন? () রাঙ্গামাটিতে এইসব হচ্ছে কারণ মেয়ে দুটি দরিদ্র ঘরের মেয়ে সাথে যুক্ত হয়েছে ওদের আদিবাসী পরিচয় পুলিশ কি অভিযুক্ত ভিক্টিমকে রক্ষা কোর্টে চায়? জানিনা আমরা সেটা বিশ্বাস করতে চাই না কিন্তু পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কাজের নমুনা দেখে কেউ যদি সেরকম সন্দেহ করে তাকে আপনি দোষ দিতে পারবেন? আমি তো পারবো না আর এই যে আরেকটা ডাইমেনশন আছে

Popular posts from this blog

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি