কোহলির নেতৃত্ব ধোনিকে ছাড়িয়ে যাবে বললেন : ধোনি

অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের তেরঙ্গার ভারটা এখন বিরাট কোহলির হাতে।  তবে দেশটির অন্যতম সফল এই অধিনায়ক মনে করছেন রেকর্ডের দিক থেকে কোহলি তাঁকেও ছাপিয়ে যাবেন।News

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে ভারতীয় দল এখন পুনেতে। সেখানেই কোহলি সম্পর্কে এমন মন্তব্য করেন ধোনি। তিনি বলেন, বিষয়টা যদি কেবল সংখ্যার দিক থেকে হয় তাহলে নিশ্চিতভাবে কোহলি আমাকেও ছাড়িয়ে যাবে। ধোনি বিশ্বাস করেন কোহলির নেতৃত্বে তরুণ দলটি সব ফরম্যাটেই তার রেকর্ড ভেঙে ফেলবে। ধোনি বলেন, এই দলটি দারুণ, আর কোহলির অধিনায়কত্বও দুর্দান্ত। তাই আমি বিশ্বাস করি পরিসংখ্যানের দিক থেকে কোহলি আমার চেয়ে এগিয়ে থাকবে।


কোহলির নেতৃত্বে এখন পর্যন্ত ২১ টেস্টে ১৪টিতে জয় পেয়েছে ভারত। সর্বশেষ ১৮ ম্যাচে অপরাজিত কোহলির দল। আর একই সময়ে, ৩৩ ওয়ানডেতের মধ্যে ১৫টিতেই হেরেছে ধোনির দল। ধোনি বিশ্বাস করেন তরুণ এই দলটি আরো অনেক দিন একসঙ্গে থাকবে। এই সময় তাদের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হবে। কোহলিকে অবশ্য ব্যাটসম্যান হিসেবেই এগিয়ে রাখছেন ধোনি। কোহলির সবচেয়ে বড় দিক হলো সে সবসময় উন্নতি করতে চায় আর তার সফলতার কারণও কিন্তু এটাই। ব্যাট হাতে ৬০-৭০ করলেই সে সেঞ্চুরি করতে চায়। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে তো তার বিকল্প পাওয়া কঠিন।
অধিনায়ক হিসেবে সফল থাকলেও অনেক সময় ধোনির সমালোচনা হয়েছে। এগুলো নিয়ে ভাবতে চান না ক্যাপ্টেন কুল। তিনি বলেন, অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। অনেক কিছু পেয়েছি তাই জীবনে কোনো কিছুর জন্য আমার অনুতাপ নেই। যখন ক্যারিয়ার শুরু করি তখন আমার ভূমিকা ছিল অন্যরকম। তবে অধিনায়ক হওয়ার পরই সেটা বদলে যেতে থাকে। ব্যাটিং অর্ডারে নিশ্চিত কোনো জায়গা ছিল না আমরা। তবে বিভিন্ন সময় দলের প্রয়োজনে উপর নিচে ব্যাটিং করতে হয়েছে আমাকে।
প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার আগে কোহলিকে শুভকামনা জানান ধোনি। তিনি বলেন, যখন আমি অধিনায়ক সিনিয়ররা অনেক সাহায্য করেছে। কোহলির প্রতি আমার শুভকামনা থাকল। আমি জানি একদিন সে আমাকে ঠিকই ছাড়িয়ে যাবে।

Popular posts from this blog

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি