‘কোয়ান্টিকো’ শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা

সবাই চাই নিজের সুনাম বাড়াতে,আর সেই সুনাম বাড়ানোর জন্য কতই যে পরীশ্রম করতে হয় তাই দেখালেন প্রিয়াঙ্কা।যাক আসল কথাই আসি বৃহস্পতিবার আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র শুটিং করতে গিয়ে আহত হন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

শুটিংয়ে সবসময় অভিনয়শিল্পীরা ডামিদের দিয়ে কাজ করান না, ছবি জীবন্ত করার জন্য ঝুঁকি নিয়ে কিছু দৃশ্যের শুটিং নিজেরাই করে ফেলেন তাঁরা। আর সেটা করতে গিয়ে দুর্ঘটনা ঘটনাও ঘটে অনেক। যেমন সম্প্রতি ঘটল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। এবিসি টেলিভিশনের অ্যাকশন সিরিজ ‘কোয়ান্টিকো’-তে প্রায়ই ঝূঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে হয় ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকা ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। আর এমন একটি দৃশ্যে অভিনয় করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে। এর পর পরই আহত প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার খবরে।

চিকিৎসার পর ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। তবে কড়া নির্দেশ রয়েছে পূর্ণাঙ্গ বিশ্রামের। আপাতত তাই নিজের বাড়িতে ‘ছুটি’ কাটাতে হচ্ছে প্রিয়াঙ্কাকে। এবিসি এই বিষয়টি নিশ্চিত করেছে বিনোদনভিত্তিক গণমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইটকে।

‘কোয়ান্টিকো’র শুটিং সেটে একটি দৃশ্যে অভিনয় করার সময় পা পিছলে পড়ে যান প্রিয়াঙ্কা এবং আঘাত পান মাথায়। সাময়িকভাবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। এটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের ঘটনা। পরের দিন তাঁর ‘কোয়ান্টিকো’-সংশ্লিষ্ট একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল, যা তিনি স্বাভাবিকভাবেই পারেননি।



এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে বেশ কয়েক ঘণ্টা পরীক্ষা এবং চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তাঁকে বাসায় পূর্ণাঙ্গ বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রিয়াঙ্কার একজন মুখপাত্র। কয়েকদিন বাদেই অবশ্য প্রিয়াঙ্কা কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

Popular posts from this blog

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি

Zyllion ZMA-08 Tapping Neck and Shoulder Massager