শিকাগো শহর বারাক ওবামার জন্মস্থান নয়, তবে এটি তাঁর রাজনৈতিক উত্থানের কেন্দ্রভূমি। ছাত্রজীবন শেষে এখানেই তিনি ‘কমিউনিটি অর্গানাইজার’ হিসেবে রাজনীতির প্রথম পাঠ নেন। এই শহর থেকেই তিনি অঙ্গরাজ্যের আইন পরিষদে সিনেটর ও যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটর নির্বাচিত হয়েছিলেন। আট বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে এই শহরে হাজারো মানুষের উৎফুল্ল করতালির মধ্যে ওবামা ঘোষণা করেছিলেন, ‘আমরাই সেই পরিবর্তন, যার অপেক্ষায় আমরা ছিলাম।’ মঙ্গলবার সন্ধ্যায় সেই শিকাগো থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ ভাষণ দিলেন বারাক ওবামা। এবার ভাষণের স্থান খোলা মাঠ নয়, ২০ হাজার লোকে ঠাসা দেশের সর্ববৃহৎ সম্মেলনকক্ষ। অধিকাংশ মার্কিন প্রেসিডেন্ট তাঁদের বিদায়কালে দেশের মানুষের কাছে ধন্যবাদ জানিয়েছেন হয় চিঠি লিখে অথবা হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ভাষণ দিয়ে। ওবামা ভিন্ন জাতের রাজনীতিক, মানুষের সঙ্গে করমর্দন ছাড়া, তাঁদের সঙ্গে শেষবারের মতো আরও একবার মুখোমুখি কথা না বলে নীরবে সরে যাবেন, তেমন মানুষ তিনি নন। প্রায় এক ঘণ্টা স্থায়ী ভাষণের সময় ম্যাককরমিক প্লেসের কনভেনশন সেন্টারের প্রত্যেক...