সেরা ফুটবলার মেসির বিয়ে

দীর্ঘদিন কয়েক  বছর হলো প্রেম করছেন তারা। সেই ছোটবেলা থেকে। দুজনের দীর্ঘ ভালোবাসার ফসল হয়ে এসেছে দুই সন্তান। এবার সামাজিক বন্ধনে জড়ানোটা দরকার হয়ে পড়েছে আর্জেন্টাইন সুপারস্টারের জন্য। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয় পড়েছিল মেসির বিয়ের। এবার দিনটাও ঠিক হয়ে গেল মোটামুটি! জানা গেছে, আগামী জন্মদিনেই প্রেয়সীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এক ছাদের তলায় বসবাস শুরু করবেন বার্সা তারকা!


তবে সেজন্য আরও ৬ মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে মেসি ভক্তদের। কারণ মেসির জন্মদিন তে সেই ২৪ জুন। না, বিয়ের জন্য তারা কোনো দ্বীপ, পাঁচতারা হোটেল কিংবা জাহাজ ভাড়া করবেন না, প্রেমিকা রোকুজ্জোর সঙ্গে প্রথম পরিচয়ের স্থান রোজারিওতেই হাতে হাত রাখবেন তারা।
আর্জেন্টিনার রোজারিওতে রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির। এরপর মেসি আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় চলে আসার পর দুজনের মধ্যে যোগাযোগের ঘাটতি হয়। তবে এই বিচ্ছেদেও কেউ কাউকে ভুলে যাননি। তাই ২০০৮ সালে আবারও দুজনে এক হন। শুধু এক নয়, ভালোবাসার মানুষটির সঙ্গে এক ঘরে বসবাস শুরু করেন মেসি। তাদের দুই সন্তানের নাম থিয়াগো (৪) আর মাতেও (১৫)। এবার সবকিছুর সামাজিক এবং আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা।

Popular posts from this blog

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি

Zyllion ZMA-08 Tapping Neck and Shoulder Massager