সেরা ফুটবলার মেসির বিয়ে
তবে সেজন্য আরও ৬ মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে মেসি ভক্তদের। কারণ মেসির জন্মদিন তে সেই ২৪ জুন। না, বিয়ের জন্য তারা কোনো দ্বীপ, পাঁচতারা হোটেল কিংবা জাহাজ ভাড়া করবেন না, প্রেমিকা রোকুজ্জোর সঙ্গে প্রথম পরিচয়ের স্থান রোজারিওতেই হাতে হাত রাখবেন তারা।
আর্জেন্টিনার রোজারিওতে রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির। এরপর মেসি আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় চলে আসার পর দুজনের মধ্যে যোগাযোগের ঘাটতি হয়। তবে এই বিচ্ছেদেও কেউ কাউকে ভুলে যাননি। তাই ২০০৮ সালে আবারও দুজনে এক হন। শুধু এক নয়, ভালোবাসার মানুষটির সঙ্গে এক ঘরে বসবাস শুরু করেন মেসি। তাদের দুই সন্তানের নাম থিয়াগো (৪) আর মাতেও (১৫)। এবার সবকিছুর সামাজিক এবং আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা।